২৭ জুলাই ২০২৪, শনিবার

সমতা ফেরাতে পারবে বাংলাদেশ?

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার দ্বিতীয় ম্যাচে কুশল মেন্ডিস-সাদিরা সামারাবিক্রমাদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সিরিজে সমতা ফেরাতে হলে নাজমুল হোসেন শান্তর দলের এদিন জয়ের কোন বিকল্প নেই।

প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করেও হেরেছে বাংলাদেশ। সেটা স্কোরকার্ড দেখলেই স্পষ্ট। ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে খেলা বলে সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। টাইগারদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটি থেকে ড্র করে আসার তরতাজা স্মৃতি লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাস দিচ্ছে।

তবে লিটন কুমার দাশ-তাওহীদ হৃদয়দের জন্য কাজটা সহজ হবে না। সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানকে ২০ ওভারের ফরম্যাটের সিরিজে হারানোর স্মৃতি নিয়ে বাংলাদেশে এসেছে লঙ্কানরা। দুই দলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের ৩টিতে শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা, বিপরীতে বাংলাদেশের জয় ২টি।

২০১৮ সালের পর লঙ্কানদের টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তাছাড়াও দলটির সাম্প্রতিক পারফর্ম্যান্সও খুব একটা খারাপ নয়। কুশল মেন্ডিস-চারিথ আসালঙ্কা-মাহিশ থিকসানাদের এই দলটি নিজেদের দিনে যেকোনো দলকেই হারানোর সক্ষমতা রাখে।

তাওহীদ হৃদয়-শরীফুলরাও রয়েছেন দারুণ ফর্মে। সবশেষ বিপিএলে নিজেদের জাত চিনিয়েছেন তারা। এছাড়াও জাকের আলী অনিক-মাহমুদউল্লাহ রিয়াদরা বাংলাদেশের আশার পালে হাওয়া দিচ্ছে।

দেখার বিষয়, টাইগাররা দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের হারিয়ে সিরিজে সমতা ফেরাতে পারে কিনা, নাকি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় আসালাঙ্কার দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img