১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

সমর্থকরা টাইগারদের শক্তি, ভালো খেলে প্রতিদান দিতে চান লিটন

- Advertisement -

বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালে খেলার যে আশা নিয়ে সাকিব আল হাসানের দল ভারতে গিয়েছিল। তা অনেক আগেই ফিকে হয়ে গেছে। লড়াইটা এখন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার। খেলোয়াড়রা খারাপ খেললেও তাদের পাশে থাকেন সমর্থকরা আর এটাই টাইগারদের বড় শক্তি বলে মনে করেন লিটন কুমার দাশ। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ ভালো খেলে তার প্রতিদান দিতে চান ডানহাতি ওপেনার।

আইসিসির প্রকাশিত ভিডিও বার্তায় লিটন বলেন, “সমর্থকরাই আমাদের শক্তি। আমাদের অনুপ্রেরণা যোগায়। কারণ আমরা যেখানেই খেলতে যাই, তারা সমর্থন দেয়। আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে, আমরা তাদের কিছু ফিরিয়ে দিতে চাই”

বিশ্বকাপে লিটনের উপর অনেক ভরসা ছিল সমর্থকদের। এমনকি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও বলেছিলেন টুর্নামেন্টের সেরা ব্যাটার হতে পারেন লিটন। চলমান বিশ্বকাপে সাত ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিতে ২২৫ রান করেছেন লিটন। তার কাছে প্রত্যাশা ছিল আরও বেশি। খারাপ সময়ে আসলে কী করেন লিটন? এর উত্তরে তিনি বলেছেন, ভুলে গিয়ে পরেরটিকে নতুন দিন হিসেবে নেন।

“আমি নিজেকে অনুপ্রেরণা যোগাই একটা খারাপ ম্যাচের পর, নতুন দিন হিসেবে নেই। যখন সূর্য উঠে আরেকবার, এটা নতুন দিন, নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ। আমার সবসময় এমন মনে হয়। আমিও ছেলেদেরকে একই রকম মানসিকতা রাখতে বলি। যখন মাঠে যাবো, সবকিছুই আলাদা। আমাদের ক্ষুধাটা থাকতে হবে এরকম টুর্নামেন্টে খেলতে হলে। এটা আমি সবসময়ই বলি”– লিটন

বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষের পর টানা ছয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। সোমবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব-লিটনরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img