১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সমান পয়েন্ট পেয়েও ‘মেসিতেই’ হারলেন হালান্ড

- Advertisement -

ম্যানচেষ্টার সিটিতে পা রাখার পর গেলবার স্বপ্নের মতো এক মৌসুম পার করেছেন আর্লিং হালান্ড। দলকে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর সাথে ছিল নজরকারা পারফর্ম্যান্স। বিশ্লেষকদের অনেকেই ভেবেছিলেন, এবারের ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড হালান্ডের হাতেই উঠতে যাচ্ছে! তবে সেটি আর হয়নি। আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ২০২৩ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন লিওনেল মেসি।

মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পুরস্কারটির বিজয়ী হিসেবে এই আর্জেন্টাইন মহাতারকার নাম ঘোষণা করা হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয়বারের মতো ফিফার অ্যাওয়ার্ডটি জিতলেন ৩৬ বছর বয়সী ফুটবলার।

ফিফার তরফ থেকে জানানো হয়েছে, এবার পুরস্কারটি জিততে মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে হালান্ড এবং এমবাপ্পেকে। মেসি এবং হালান্ড দুজনেই সমান ৪৮ স্কোরিং পয়েন্ট পেলেও আর্জেন্টাইন তারকা এগিয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবার প্রথমে থেকে। ৩৮ স্কোরিং পয়েন্ট পেয়ে এমবাপ্পে হয়েছেন তৃতীয়।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর গত মৌসুমে পিএসজিকে লিগ জেতাতেও অবদান রেখেছিলেন লিওনেল মেসি। লিগ ওয়ানে সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল তাঁর নামের পাশেই। তবে মৌসুম শেষেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। সেখানেই দলকে শিরোপা জিতিয়েছেন। সবকিছু বিবেচনায় হালান্ডকে ছাপিয়ে গেছেন, জিতেছেন সেরা খেলোয়াড়ের শিরোপা। যদিও ইন্টার মায়ামির অনুশীলন মিস করতে চাননি বলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি। তাঁর হয়ে পুরস্কারটি নিয়েছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img