৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

সময়মতো করোনার টিকা না নেওয়ায় আফসোস করছেন কিমিখ

- Advertisement -

গোটা দুনিয়ায় যখন করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন নেওয়ার ধুম পড়েছিলো তখন জোশুয়া কিমিখ ভয় ও সংশয়ের বশবর্তী হয়ে ভ্যাকসিন নেননি। এখন করোনাক্রান্ত হয়ে ফুসফুসের বারোটা বাজার পর ও ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া হওয়ার পর নাকি এই বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার আফসোস করছেন, সময়মতো টিকা নিলে হয়তো এতো ভুগতে হতো না।

নভেম্বরের শেষের দিকে করোনা পজিটিভ হন কিমিখ। দুসপ্তাহ ভুগেছেন, স্বাদ গন্ধ হারিয়েছেন। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগের বেশকিছু ম্যাচ খেলতে পারেননি। সম্প্রতি হালকা অনুশীলনে ফিরেছেন তিনি।

এমনকি ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোর পর তাকে জোর করেই অনেক ম্যাচে বাদ দেওয়া হয়েছিলো বলে জানান তিনি।

“আসলে আমার ভয় ও দুশ্চিন্তা আমাকে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত থেকে দূরে রাখছিলো। এখন বুঝতে পারছি ভ্যাকসিন আগে নিয়ে নিলে ভালোই হত। তাহলে হয়তো এখন যা হচ্ছে সেটা থেকে বেঁচে যেতাম।”- জার্মান এক টিভি চ্যানেলে একথা বলেন কিমিখ

২৬ বছর বয়সী কিমিখ এও জানিয়েছেন, শেষ পর্যন্ত নাকি ভ্যাকসিন নিতে রাজিও হয়েছিলেন তিনি। তবে ভ্যাকসিনের ডেট পড়ার আগেই নাকি করোনা বাঁধিয়ে ফেলেন তিনি!

এই ভ্যাকসিন নেওয়ার অনীহার কারণে রাষ্ট্রীয়ভাবেও জনগণ ও বিভিন্ন গণ্যমান্যদের কাছে প্রচুর সমালোচনার শিকার হয়েছিলেন কিমিখ।

অবশ্য কিমিখ না খেলায় বায়ার্নের উত্তুঙ্গ ফর্মে কোন ভাটা পড়েনি। বুন্দেসলিগায় শীর্ষে আছে জুলিয়ান নাগেলস্ম্যানের দল, চ্যাম্পিয়নস লিগেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে রাউন্ড অব সিক্সটিনে।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img