১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

সাইফের ফিফটিতে বাংলাদেশের লড়াকু পুঁজি

- Advertisement -

এশিয়ান গেমস ক্রিকেটে মালয়েশিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১৬ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার জয়ের জন্য প্রয়োজন ১১৭ রান।

চীনের হাংজুতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাইফ। তবে অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। ৩ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন পারভেজ হাসান ইমন, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। কোনো বল খেলার আগেই রান আউট হন জয়।

এরপর উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন আফিফ হোসেন। তবে ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি। ১৪ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ২৩ রান। এদিন ১৬৪.২৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন আফিফ। এরপর বাংলাদেশের ইনিংসের পুরোটা গল্পজুড়ে সাইফ। উইকেটে আসার পর থেকেই ধরে খেলার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত ৫২ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন সাইফ।

মালয়েশিয়ার হয়ে দুটি উইকেট শিকার করেন পাভানদ্বীপ সিং। একটি করে উইকেট নেন বিজয় উন্নি ও আনোয়ার রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img