৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাসেল-হোল্ডার

- Advertisement -

সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ সিরিজে বিশ্রামে থাকবেন আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ব্রান্ডন কিং ও আলজারি জোসেফ।

ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে টানা ৫টি ম্যাচ খেলেছেন হোল্ডার। টানা খেলার মধ্যে থাকা এ অলরাউন্ডার ওয়ার্কলোড ম্যানেজেন্টের কারণে প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। এছাড়াও সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের দ্য হান্ডেডে খেলা রাসেল বিশ্রাম ও সেরে ওঠার জন্য ছুটি চেয়েছেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক মাইলস বাসকম্ব। রাসেল ও হোল্ডার—দুজনই এ সময়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিজ্ঞান ও মেডিসিন দলের সাথে কাজ করবেন।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহঅধিনায়কের দায়িত্ব পালন করা আলজারি জোসেফেকেও পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না তিনি।

টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না আন্দ্রে রাসেল

বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রান্ডন কিং। তখন থেকেই মাঠের বাইরে আছেন তিনি। এখন পর্যন্ত সেরে না ওঠায় ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রোভম্যান পাওয়েলের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন রোস্টন চেজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি শিমরন হেটমায়ার। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও জায়গা ধরে রেখেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড:

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্ট চেজ (সহঅধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ডে, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img