১৩ অক্টোবর ২০২৪, রবিবার

সাউথ আফ্রিকার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন নরকিয়া-মাগালা

- Advertisement -

ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন সাউথ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। একই কারণে থাকছেন না সিসান্দা মাগালাও। তাদের দুজনের বদলে দলে ডাক পেয়েছেন আন্দিলে ফিকোয়াও ও লিজার্ড উইলিয়ামস।

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটিতেই খেলা হয়নি সাউথ আফ্রিকান পেসারের। অজিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় কোমরের নিচের অংশ চোট পান নরকিয়া। পাঁচ ওভার বোলিং করে মাঠ ছাড়লেও ব্যাট হাতে নেমেছিলেন সেই ম্যাচে।

খেলা শেষে কোমরের নিচের অংশ স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট দেখে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। অজিদের বিপক্ষে তারকা এই পেসারকে দলে না পেলেও আশা ছিল বিশ্বকাপের আগেই ইনজুরি কাটিয়ে ফিরবেন তিনি।

ইনজুরির কারণে ছিটকে গেছেন সিসান্ডা মাগালাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সময় বাঁ হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি এই পেসার।

এ বিষয়ে প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, “নরকিয়া-মাগালার বিশ্বকাপে না থাকা আমাদের জন্য খুবই হতাশাজনক। দুজনেই প্রোটিয়া দলে খুবই গুরুত্বপূর্ণ অংশ। তবে তারা যাতে খুব দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে”

ফিকোয়াও ও উইলিয়ামসের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার বিষয়েও কথা বলেছেন ওয়াল্টার। তিনি বলেন, “আন্দিলে-লিজার্ডের জন্য এটি বড় সুযোগ। তারা অস্ট্রেলিয়া সিরিজে ভালো করেছে। বিশ্বকাপ দলে তাদের পেয়ে আমরা খুবই খুশি”

সাদা এবং লাল বলে সাউথ আফ্রিকার গুরুত্বপূর্ণ সদস্য নরকিয়া। ২২ ওয়ানডেতে ২৭.২৭ গড়ে নিয়েছেন ৩৬ উইকেট। ৩১ টি-টোয়েন্টিতে শিকার করেছেন ৩৮ উইকেট। ১৯ টেস্টের ক্যারিয়ারে ৭০ উইকেট রয়েছে প্রোটিয়া এই পেসার ঝুঁলিতে।

যদিও এই প্রথমবার বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন না আনরিখ। এর আগে ২০১৯ বিশ্বকাপ শুরুর আগেও ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন নরকিয়া। সেবার ইনজুরি ছিল তার বুড়ো আঙুলে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img