১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা!

- Advertisement -

বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত তালিকার চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। তার ঠিক একদিন পর কলকাতার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ নিয়ে রয়েছে বৃষ্টির শঙ্কা!

আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতায় সেমিফাইনালের দিন ৪০% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রিজার্ভ ডে মানে পরেরদিন শুক্রবারেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। সেদিন আরও বেশি অর্থাৎ ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আম্পায়াররা চেষ্টা করবেন প্রথম দিনই ম্যাচ শেষ করার। ওভার কমিয়ে প্রতি পক্ষে ন্যূনতম ২০ ওভারের খেলা চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা। যদি তাও সম্ভব না হয়, তাহলে খেলা গড়াবে রিজার্ভ ডে’তে। এর আগে ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়িয়েছিল খেলা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড।

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে যদি বৃষ্টি হানা দেয় আর রিজার্ভ ডে’তেও খেলা সম্ভব না হয়। তাহলে প্রথমবারের মতো আইসিসির ইভেন্টে ফাইনালে উঠে যাবে কুইন্টন ডি কক-টেম্বা বাভুমারা। কারণ আইসিসির রুলস অনুযায়ী গ্রুপপর্বে পয়েন্ট তালিকায় সেরা দলকেই ফাইনালিস্ট ঘোষণা করা হবে। সেক্ষেত্র কপাল পুড়বে প্যাট কামিন্সের দলের। ৯ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে সাউথ আফ্রিকা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া কিন্তু রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে টেম্বা বাভুমার দল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img