আগামী ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন নিগার সুলতান জ্যোতি।
দুই সংস্করণ মিলিয়ে ১৬ সদস্যের দলে ফিরেছেন লতা মন্ডল। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, সাথী রানি ও নিশিতা আক্তার। সেই সিরিজে স্ট্যান্ডবাই তালিকাতে থাকা অভিজ্ঞ সালমা খাতুনকেও রাখা হয়নি।
আগামী ৩ ডিসেম্বর বেনোনিতে প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে জ্যোতিদের সফর। এরপর ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ডিসেম্বরে ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। পচেফস্ট্রুমে ২০ তারিখ দ্বিতীয় ওয়ানডে খেলার পর বেনোনিতে ২৩ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস
স্ট্যান্ড বাই
শারমিন আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, নিশিতা আক্তার