পরপর দুই দিন দুই অঘটনের দেখলো ফুটবল বিশ্বকাপ। আসরের চর্তুথ দিন গ্রুপ ‘ই’ এর ম্যাচে জাপানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে জার্মানি৷ আগের দিন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে সমান ব্যবধানে হেরেছিলো আর্জেন্টিনা।
হার দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর দিনে দাপট দেখিয়েও হেরেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানদের লিড এনে দেন ইলকায়ে গুনদোয়ান। লিড ধরে রেখেই হাফ-টাইমের বিরতিতে যায় মুলার-নয়্যাররা।

৭৫ মিনিটে স্ট্রাইকের রিতসু দোয়ানের গোলে সমতায় ফিরে জাপান। সুযোগ পেয়েও জার্মানরা লিড দ্বিগুণ করতে না পারলে জাপানিজরা সেই ভুল করেনি৷ লিড দ্বিগুণ করতে তারা সময় নেয় আট মিনিট। তাকুমা আসানোর পা থেকে আসে জয়সূচক গোলটি।
শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি জার্মানি। গত আসরে গ্রুপ পর্বতেই শেষ হয় জার্মানির বিশ্বকাপ মিশন। নিজেদের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে হেরেছিলো ২-০ ব্যবধানে। এবার শুরুটাও হলো আরেক এশিয়ান দেশের বিপক্ষে অঘটন ঘটিয়ে।