ব্রাজিলের ফুটবলে চলছে রদবদল। কয়েকদিন আগেই নেইমার জুনিয়র-রদ্রিগোদের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তারপর থেকেই আলোচনা ছিল, ৫বারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন। ইউরোপ ও ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিনিসিয়ুসদের দায়িত্ব নিতে যাচ্ছেন সাও পাওলোর বর্তমান কোচ দরিভাল জুনিয়র।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনোকিছু জানায়নি সিবিএফ। ধারণা করা হচ্ছে, বুধবারের মধ্যে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ব্রাজিলের কোচ হওয়ার খবরে আনন্দিত হওয়ার কথা জানিয়েছেন দরিভাল।
এর আগে গত বছরের জুলাইয়ে তিতে যাওয়ার পর অনূর্ধ্ব-২০ দলের কোচ রামোন মানেজেসের হাতে দায়িত্ব দিয়েছিল সিবিএফ। এরপর ভারপ্রাপ্ত কোচ হিসেবে ফার্নান্দো গিনিজ দায়িত্ব পালন করেন। ৪৯ বছর বয়সী এ কোচ ব্রাজিলের পাশাপাশি রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সের দায়িত্বও পালন করছিলেন। ব্রাজিলিয়ান সমর্থকরা আশা করেছিলেন দিনিজের অধীনে পুরনো ছন্দে ফিরবে নেইমার জুনিয়র-ভিনিসিয়ুস জুনিয়ররা।
তবে ঘটেছে তার উল্টো, ব্রাজিলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। দিনিজের অধীনে আগামী বিশ্বকাপ বাছাইয়ের ছয় ম্যাচে তিনটিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে দুই ম্যাচ আর এক ম্যাচে করেছে ড্র।
এখন দেখার পালা, দরিভাল ৫বারের বিশ্বচ্যাম্পিয়নদের কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেন কিনা।