১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

সাকিবকে নিয়ে কোনো মাথাব্যথা নেই ভারতের

- Advertisement -

ভারতের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বিশ্বসেরা অলরাউন্ডার না খেললে সেটা টাইগারদের জন্য বড় সমস্যার কারণ। তবে রোহিত শর্মার দলের বিপক্ষে সাকিব খেলবেন কিনা এসব নিয়ে ভাবছে না ভারত। বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির বোলিং কোচ পারাশ মামব্রে।

তিনি বলেন, “সাকিবকে নিয়ে আমাদের কোনো কথা হয়নি। সে অবশ্যই ভালো খেলোয়াড়, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, ভালো ব্যাটার এবং বোলার। কিন্তু, আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, আমরা কি করতে পারি এটাই সবচেয়ে বড় বিষয়”

বিশ্বকাপে খেলা প্রত্যেকটি দলকে সমানভাবে দেখছেন ভারতের বোলিং কোচ। কোনো দলকেই ছোট করে দেখছেন না তিনি। বাংলাদেশের কাছে হারলে অঘটন হবে কিনা, এই প্রশ্ন এড়িয়ে মামব্রে নিজেদের ভালো খেলার দিকে মনোযোগ দিতে চান। সাম্প্রতিক সময়ে বোলিংয়ে ভালো করছে টাইগাররা। যদিও বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচ ছাড়া তেমন একটা প্রভাব ফেলতে পারেননি তাসকিন আহমেদ-শরীফুল ইসলামরা। তারপরেও বাংলাদেশের বোলিং আক্রমণকে ভালো মনে করেন মামব্রে।

ভারতের বোলিং কোচ পারাশ মামব্রে

“সত্যি বলতে, তাসকিন শেষ কয়েক বছরে খুবই ভালো করছে। আমার মনে হয়, সে বিশ্বের অন্যতম সেরা পেসার। সে বিভিন্ন কন্ডিশনে ভালো করেছে, বিশেষ করে বাংলাদেশে যেখানে পেসারদের জন্য সহায়ক উইকেট থাকে না। আপনি যখন, আন্তর্জাতিক টুর্নামেন্টের স্কোয়াডের অংশ হবেন, তখন অবশ্যই পারফর্ম করতে হবে। তাদের দুই স্পিনার মেহেদী আছে, সব মিলিয়ে বোলিং আক্রমণ ভালো”– মামব্রে

বৃহস্পতিবার ২:৩০ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img