১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

সাকিবদের নিয়ে তামিম বললেন, “দিনশেষে ওরাও মানুষ”

- Advertisement -

জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে পাওয়া গেল তামিম ইকবালকে। বিশ্বকাপ আর বাংলাদেশের পারফর্ম্যান্স নিয়ে খুব বেশি সময় না কথা বললেও, যতটুকু বলেছেন সেটাও অনেক। টাইগারদের ধারাবাহিক খারাপ পারফর্ম্যান্সে দর্শকরা বিরক্ত, তামিম অবশ্য বলছেন ধৈর্য্য ধরার জন্য; দিয়েছেন নিজের মতো যুক্তিও।

“ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি”– বলছিলেন তামিম ইকবাল

তামিম আরও বলেন, “একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কিভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিনশেষে ওরা সবাই মানুষ”। তামিম না খেললেও তিনি যে আছেন টাইগারদের সাথেই, তাও করেছেন স্পষ্ট, “আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত”।

বিশ্বকাপ শেষেই অবসর নেবেন ভেবেছিলেন, কিন্তু সেই বিশ্বকাপটাই খেলা হলো না। তামিমকে কি আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে? উত্তর দিয়েছেন দেশসেরা ওপেনার, “জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্য”। 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img