৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

সাকিবদের সাথে কাজ করা মুশতাকের জন্য সম্মানের

- Advertisement -

পাকিস্তানে বাংলাদেশ দল। টেস্ট সিরিজকে সামনে রেখে চলছে অনুশীলন। বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। শুনিয়েছেন স্পিনারদের নিয়ে তার ভালো লাগার কথা।

“স্পিনাররা সবাই দারুণ অভিজ্ঞ বোলার, খুব ভালো স্পিনার, ম্যাচ উইনার। তারা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। তাদের সাথে কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের”– বলছিলেন মুশতাক

স্পিন বোলিং কোচ স্পিনারদের নিয়ে কথা বলবেন সেটাই স্বাভাবিক। তবে মুশতাক পেসারদের প্রশংসাও করেছেন মনখুলে, “বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে তাদের দলে এখন বেশ ভালো পেসার আছে। অনুশীলনে আপনারা দেখবেন তাদের ভালো ৪-৫ জন পেসার আছে। ফলে আমি মনে করি বাংলাদেশ ঠিক দিকেই এগোচ্ছে। হয়ত এখানে কিছুটা সময় লাগবে। আমি আশা করছি তারা যদি শিখতে থাকে এবং নিজেদের উপর বিশ্বাস রাখে তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।”

দেশে কঠিন সময়, মাঠের বাইরে অনেককিছুই চলছে। তবে মুশতাক নিশ্চিত করেছেন, এসব দলে তেমন প্রভাব ফেলছে না। সবার ভাবনাতেই রাওয়ালপিন্ডি টেস্ট, “সবাই মুখিয়ে আছে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি খেলার জন্য। এখানে প্লেয়াদের সাথে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে। সাকিবের মত প্লেয়ার দারুণ ভূমিকা রাখছে। মুশফিক আছে, এখানে শান্ত আছে। তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে। সিরিজ খেলতে এসে এখানে ক্রিকেটেই সবার মনোযোগ রয়েছে। সবকিছু ঠিক আছে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img