বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। যার পেছনে বড় অবদান মেহেদী হাসান মিরাজের। হাশমতউল্লাহ শহিদির দলের বিপক্ষে ৯ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। এমন বোলিংয়ের পেছনে ম্যাচ চলাকালীন সাকিব আল হাসানের অনুপ্রেরণা কাজে লেগেছে বলে মনে করেন মিরাজ।
ইনিংস বিরতিতে তিনি বলেন, “তিন উইকেট নিতে পেরে আমি খুশি। প্রথম ওভারের সময় আমি কিছুটা নার্ভাস ছিলাম, ক্যাপ্টেন এসে বলেছে, সঠিক জায়গায় বল করলে ভালো করবো। উইকেট একটু কঠিন ছিল, বল টার্ন করছিল আবার করছিল না। এটা আমাদের জন্য বড় সুযোগ এবং আমরা জয়ের জন্য মুখিয়ে আছি”
ম্যাচে ৮ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন সাকিব। সেট ব্যাটার ইবরাহিম জাদরানকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দিয়েছেন টাইগার অধিনায়ক। সাকিবের প্রশংসা করতে ভোলেননি মিরাজ।
তিনি বলেন, “সে (সাকিব) উইকেট টু উইকেটে বল করে প্রতিপক্ষকে চাপে রেখেছিল। এটা আমাদের জন্য দারুণ ব্যাপার, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে”
আফগানিস্তানের ছয়টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সাকিব-মিরাজ। বাকি চারটি উইকেটের মধ্যে শরীফুল ইসলাম ২টি ও তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন ১টি করে উইকেট।