শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকা সিরিজ শেষে হালনাগাদকৃত আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিনি নেমে গেছেন দুইয়ে। তবে বোলারদের র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে তাঁর সতীর্থ মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের। নাসুম তো উঠে এসেছেন নিজের ক্যারিয়ার সেরা র্যাংকিং পজিশনেই।
নিউজিল্যান্ডের সাথে সদ্যসমাপ্ত সিরিজের শেষ ম্যাচটি খেলেননি সাকিব। আগের ম্যাচগুলিতেও পারফরম্যান্স ভালো ছিলনা। ব্যাট হাতে চার ম্যাচে করেছেন মাত্র ৪৫ রান, বল হাতে নিয়েছেন মাত্র ৪ উইকেট। এর জের ধরেই র্যাংকিংয়ে তাঁর এই অবনমন। সাকিব জায়গা হারিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে। সাম্প্রতিক সময়ে কোন ম্যাচ না খেলেই র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেলেন নবী।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সাকিবের অবনমন হলেও এগিয়েছেন মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচটি মুস্তাফিজও খেলেননি, তবে সিরিজজুড়ে ভালো বোলিংয়ের (৪ ম্যাচে ৮ উইকেট) সুবাদে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন কাটার-মাস্টার। তাঁর অবস্থান এখন সাকিবের (৯) ঠিক ওপরে। বোলিং র্যাংকিংয়ে অবশ্য অপরিবর্তিতই আছে সাকিবের অবস্থান।
? Gains for Quinton de Kock ?
? Mustafizur Rahman rises up ?This week's @MRFWorldwide ICC Men's T20I Player Rankings has some big movements ?
Details ? https://t.co/rxcheDGCjM pic.twitter.com/83AUWRMqwf
— ICC (@ICC) September 15, 2021
তবে সবচেয়ে বড় ‘লাফ’ দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিউজিল্যান্ড সিরিজে ৫ ম্যাচে ৮ উইকেট নেওয়ার সুবাদে র্যাংকিংয়ে ২৫ ধাপ এগিয়ে ১৫ নম্বরে অবস্থান করছেন নাসুম; যা তাঁর ক্যারিয়ার সেরা র্যাংকিং পজিশন। ৪ ধাপ এগিয়ে ২০ নম্বরে এসেছেন আরেক স্পিনার শেখ মাহেদি হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষ দশে ঢুকে পড়েছেন কুইন্টন ডি কক। ৪ ধাপ এগিয়ে এই সাউথ আফ্রিকানের অবস্থান ৮ এ; যা তাঁর ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি র্যাংকিং পজিশন। ডি ককের আরেক সতীর্থ এইডেন মার্করাম ১২ ধাপ এগিয়ে এসেছেন ১১ নম্বরে।