২৭ জুলাই ২০২৪, শনিবার

সাকিবের আরেকটি ব্যর্থতার দিন

- Advertisement -

টুর্নামেন্টের শুরুটা খারাপ হয়নি, তবে দ্বিতীয় ম্যাচে এসে হাতে থাকা ম্যাচ খুঁইয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসানের সুযোগ ছিল হিরো হওয়ার, পারেননি। তৃতীয় ম্যাচে এসে অবশ্য পাত্তাই পায়নি কলকাতা, মর্গ্যানের দলকে ৩৮ রানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

চেন্নাইতে টসে জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় বেঙ্গালোর। সাকিব আল হাসান বল হাতে কোনো পার্থক্য গড়তে পারেননি। আগের ম্যাচে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট, রোববার ২ ওভারেই দিলেন ২৪, উইকেট নাই।

ব্যাট হাতে বেঙ্গালোরে হয়ে স্পটলাইটে ছিল ম্যাক্সওয়েল আর ভিলিয়ার্স। প্রোটিয়া এবিডি ৩৪ বলে ৭৬ রান আর অজি গ্লেন ৪৯ বলে ৭৮, নির্ধারিত বিশ ওভার শেষে ব্যাটিংয়ে ব্যর্থ অধিনায়ক কোহলির  দলের রান ২০৪।

ছবি: সংগৃহীত

বড় রানের লক্ষ্য, গিল দিয়েছিলেন জবাব দেয়ার আভাস। জবাবতো দূরে, সামন্য লড়াই-ই করতে পারেনি মর্গ্যানরা। সাকিব আল হাসান সুযোগ পেয়েছেন। ১২৫ দিন পর ছক্কা মেরেছেন, তবে স্কোরকার্ড বলে রান করেছেন ওয়ানডে স্টাইলে। শেষদিকে রাসেল দেখিয়েছিলেন আশা তবে তা যথেষ্ট ছিল না, কেকেআরের ভাগ্য জমা রইল হারের বৃত্তেই। বেঙ্গালোরে হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মোহম্মদ সিরাজ আর হার্শাল।

সংক্ষিপ্ত স্কোর:

বেঙ্গালোর: ২০৪/৪ (২০ ওভার) (ম্যাক্সওয়েল ৭৮, ভিলিয়ার্স ৭৬*, হরভজন ৪-০-৩৮-০, বরুন ৪-০-৩৯-২, সাকিব আল হাসান ২-০-২৪-০, কামিন্স ৪-০-৩৪-১, প্রসিধ ৪-০-৩১-১, রাসেল ২-০-৩৮-০)

কলকাতা: ১৬৬/৮ (২০ ওভার)  (রানা ১৮, গিল ২১, ত্রিপাঠি ২৫, মর্গ্যান ২৯, কার্তিক ২, সাকিব আল হাসান ২৬, রাসেল ৩১, সিরাজ ৩-০-১৭-০, জেমিসন ৩-০-৪১-৩, চেহেল ৪-০-৩৪-২, সুন্দর ৪-০-৩৩-১, ম্যাক্সওয়েল ২-০-২৪-০, হার্শাল ৪-০-১৭-২)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img