সোমবার দিনভর আলোচনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বাদ দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে। নতুন চুক্তিতে সাকিবকে বাদ দেয়ার বিষয়টি মূলত এসেছে সম্প্রতি তিনি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ না খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলতে চান। তারপর থেকেই আলোচনা-সমালোচনা চলছে সাকিবকে নিয়ে। গুঞ্জনের ডালপালা আরো বেশি ছড়ায় সোমবার যখন দীর্ঘক্ষণ বিসিবি সভাপতি দেশের ক্রিকেট হেড কোয়ার্টারে মিটিং করেন হেড কোচসহ অন্যদের সাথে।
পরে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি জানান,
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্রিকেটারদের মধ্যে মানসিক পরিবর্তন আসবে। আরো বেশি টেস্ট খেলতে উদ্বুদ্ধ হবেন। কিন্তু হঠাৎ সাকিবের মতো আইকন ক্রিকেটারের শ্রীলঙ্কায় না খেলার সিদ্ধান্ত আমাকে ব্যথিত করেছে, ক্রিকেটারদের আমরা এখন আর জোর করবো না, যার খেলার ইচ্ছা সে খেলবে।
টনক নড়েছে বিসিবি’র। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির বিষয়েও কঠোর হচ্ছে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন-
আমরা ক্রিকেটারদেরের সঙ্গে চুক্তি করবো তাদের সাথে কথা বলে, তাদের সাথে লিখিত নেয়া হবে কোন সিরিজ খেলতে পারবে আর পারবেনা, সেভাবেই লিখিত চুক্তি করা হবে ক্রিকেটারদের সাথে। এ বিষয়ে আরো কোন ছাড় দিবনা আমরা