১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

সাকিবের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে দৌড়ে রান নিতে গিয়ে বাঁ পায়ের উরুতে চোট পান সাকিব আল হাসান। মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ব্যাটিং করেন টাইগার অধিনায়ক। বোলিংয়ে দশ ওভার শেষ করেই মাঠ ছাড়েন তিনি। ভারতের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। টাইগার অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সাকিব কতটা ফিট আছে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, “ব্যথা থাকতেই পারে। যেহেতু টিআরের ব্যাপার, হতেই পারে কিন্তু কতটুকু রিকোভারি হলো সাকিবের। বিভিন্ন ক্ষেত্রে হয় যে, হাঁটতেও ব্যথা হয়। সাকিবের আসলে মাশাআল্লাহ কিছুই নেই। যার জন্য আমরা একটু আশাবাদী, মাঠে না গেলে কারণ, স্লো হাঁটা আর রানিংয়ের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যেহেতু ও লাস্ট ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছিল। এরপরেও টাইট করে দশ ওভার বোলিং করেছিল সে। সাকিব চাচ্ছে খেলতে কিন্তু অবশ্যই নির্ভর করবে ওর ফিটনেসের উপর”

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

বিশ্বকাপে খেলা টপঅর্ডার ব্যাটারদের কাছ থেকে নিয়মিত বড় ইনিংস পাচ্ছে না বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরতেই দ্রুত ৩-৪ উইকেট হারানো নিয়েও কথা বলেছেন সুজন।

“অবশ্যই, চার উইকেট পড়ে যাওয়ার পর ২৪৫ করি, এটা একটা ইতিবাচক দিক। কোনো অজুহাত দিতে পারবো না, ছেলেরা ভালো ব্যাটিং করতে পারেনি এটা সত্যি কথা। আমরা যদি ২৮০-২৯০ করতাম তাহলে অন্যরকম ফলাফল হতেও পারতো। হারা জেতা খেলারই অংশ কিন্তু আমার মনে হয়, আমরা যেটা চাই সেটা হচ্ছে না জন্য সবারই মন খারাপ”-বলছিলেন সুজন

আগামী ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img