১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সাকিবের চোখের সমস্যার বিষয়ে যা জানালো বিসিবি

- Advertisement -

বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক ম্যাচ খেলে ডাক্তার দেখাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন টাইগার অধিনায়ক। গুঞ্জন শোনা গিয়েছিল, চোখের অস্ত্রোপচার করাতে পারেন সাকিব। তবে বিসিবি জানিয়েছে, বিশ্বসেরা অলরাউন্ডারের চোখের অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

সাকিবের চোখের সমস্যার বিষয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, “সাকিবের বাম চোখে সুক্ষ সমস্যা হয়েছে। দেশ ও দেশের বাইরের একাধিক চক্ষু বিশেজ্ঞদের পরামর্শ ও একাধিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, সাকিবের চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি (সিএসআর) হয়েছে। সাকিবের সমস্যাটি পর্যবেক্ষণ করা হবে”

চোখের এই সমস্যাটি মূলত নানারকম কারণে হতে পারে। মানসিক চাপ, স্টেরয়েড ব্যবহার, হেলিকোভেক্টর পাইলরি ইনফেকশন বা গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়ালাইসিস, গর্ভাবস্থা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজ ইত্যাদি কারণে সমস্যাটি হতে পারে।

ক্রিকেটারদের এই ধরণের সমস্যা হলে ব্যাটিং করতে সমস্যা হয়। কালার ভিশন সমস্যা হওয়ার কারণে সাদা বল দেখতে অসুবিধা হয়।

সাকিব সমর্থকদের স্বস্তির বিষয় হচ্ছে, সিএসআর সমস্যায় অস্ত্রোপচারের প্রয়োজন নেই। চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে এ ধরণের সমস্যা কাটিয়ে ওঠা যায়।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img