৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

সাকিবের ডাবল সেঞ্চুরির সেই টেস্ট থেকে অনুপ্রেরণা নিচ্ছে বাংলাদেশ দল

- Advertisement -

নিউজিল্যান্ডের ১০-০ বাংলাদেশ!

মাঝেমধ্যে বড় কোন ফুটবল দল পুঁচকে কোন দলকে বিশাল বিশাল গোল ব্যবধানে হারিয়ে দেওয়ার খবর আসে, মনে হতেই পারে এটাও তেমন কোন ফুটবল ম্যাচ। তবে এটি আসলে নিউজিল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেটিয় চালচিত্র। নিউজিল্যান্ডের মাটিতে ১০টি টেস্ট ম্যাচ খেলে এখনো একটিও জিততে তো দূরে থাক ড্র ও করতে পারেনি বাংলাদেশ।

তবে এতো হারের মধ্যেও খানিকটা সুখস্মৃতি এনে দেয় ২০১৭ সালের সেই টেস্ট। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে যে ম্যাচটিতে সাকিব আল হাসানের ২১৭ ও মুশফিকুর রহিমের ১৫৯ রানের কল্যাণে ৫৯৫ রান তুলেছিলো বাংলাদেশ। ম্যাচটি ড্র করার খুব কাছাকাছিও চলে গিয়েছিলো। তবে ৫ম দিনে মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের আহত অবসরের জন্য ছন্দপতন হয়ে চা বিরতির পর হেরেছিল টাইগাররা।

নিউজিল্যান্ড থেকে খালেদ মাহমুদ সুজন

সেই টেস্ট থেকে এবার নাকি ‘অনুপ্রেরণা’ খুঁজছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের টরাঙ্গা থেকে পাঠানো এক ভিডিওবার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন এইকথা।

“নিউজিল্যান্ডে আমরা ১০টি টেস্ট খেলেছি। খুব বেশি ভালো একটাতেও করতে পারিনি। ২০১৬ (আসলে ২০১৭) সালের ওয়েলিংটন টেস্টটা ছাড়া। যেখানে আমরা ৫ম দিনে চা বিরতির পর হেরেছিলাম। ৫৯৫ করে ঐ ম্যাচে আমরা ডিক্লিয়ার দিয়েছিলাম। আমরা ঐ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিচ্ছি। যে এবার যাতে তারচেয়েও ভালো করতে পারি”- বলেছেন সুজন

ভিডিওবার্তায় সুজন আরো জানান, শুক্রবার রাতে ক্রাইস্টচার্চ থেকে টরাঙ্গায় পৌঁছেছে টাইগাররা। এবং এসেই দেখে সবকিছু বন্ধ, সবাই যার যার বাসায় নিজ পরিবারের সাথে খ্রিস্টমাস উদযাপনে ব্যস্ত। তাইতো বড়দিনের উপলক্ষ্যে টাইগাররাও জিরিয়ে নিলো। আজ কোন অনুশীলন করবে না তারা। ২৬ ও ২৭ তারিখ দুদিন অনুশীলনের পর ২৮ ও ২৯ তারিখ একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১ তারিখ থেকে টরাঙ্গার মাউন্ট মঙ্গানুই স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img