৫৬ রানে মেহেদী হাসান মিরাজ প্যাভিলিয়নে ফেরার পরের ওভারেই যখন নাজমুল হোসেন শান্তও বন্ধুকে অনুসরণ করলেন, তখন মনে হচ্ছিল অল্প রানেই আটকে যাবে বাংলাদেশ। কিন্তু, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামাল দিয়েছিল টাইগাররা। তবে দুজনে প্যাভিলিয়নে ফেরায়, বড় সংগ্রহের পথে আবারও কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন লিটন কুমার দাশ। ট্রেন্ট বোল্টের উপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।
তবে লিটন ফিরলেও পাওয়ারপ্লেতে দারুণ ব্যাটিং করেছিলেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। অবশ্য দুইবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ৪ বাউন্ডারিতে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার।
ম্যাট হেনরি-লকি ফার্গুসনদের বিপক্ষে শুরু থেকেই সাবলীল ছিলেন মিরাজ। এদিন বেশ কয়েকটা কাভার ড্রাইভ খেলেছেন ডানহাতি এই ব্যাটার। দারুণ ব্যাটিং করতে থাকা মিরাজও পারেননি ইনিংস বড় করতে। ৪৬ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করে হেনরির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর দলের হাল ধরেন সাকিব-মুশফিক। বলের সাথে পাল্লা দিয়ে রান করেছেন মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮ তম ফিফটি তুলে নেন তিনি। সাকিবকে নিয়ে গড়েছেন ১০৮ বলে ৯৬ রানের জুটি। ৫১ বলে ৪০ রান করা সাকিবকে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন লকি ফার্গুসন। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি মুশফিকও। হেনরির নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৭৫ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৬ রান।