রাজনীতিবিদ হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজার দিন আগেই ফুরিয়েছে। তবুও মাস্টার্স টি-টেন লিগে সুযোগ পেয়ে ক্রিকেটার হিসেবে আবারো মাঠে ফেরার আশায় আছেন মাশরাফী। তবে সাকিব আল হাসানের মতো মামলার আসামী হলেন তিনিও।
মঙ্গলবার রাতে সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা করেছেন বিএনপির সদ্স্যসচিব মুজাহিদুর রহমান।মাশরাফীর বিরুদ্ধে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার। মাশরাফীকে এক নম্বর আসামী, এমনকি তার বাবা গোলাম মোর্ত্তজাকে করা করেছে মামলার দুই নম্বর আসামী। তালিকায় আছে আরো ৮৮জনের নাম। এছাড়াও আছে অজ্ঞাত আরও ৮০০-৫০০ জনের নাম।
এখানেই প্রশ্ন উঠেছে, তাহলে কি যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগে খেলা হবে না মাশরাফীর? সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে, দেশ ছাড়ার ব্যাপারে এখন পর্যন্ত সাবেক টাইগার অধিনায়কের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। বাকিটা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।
আগামী ৮ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছয় দলের অংশগ্রহণে চলবে এই টুর্নামেন্ট। এ আসরে ম্যাশের খেলার কথা ড্রেটয়িট ফ্যালকনসের হয়ে।