৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

সাকিবের ব্যর্থতার রাতে মুগ্ধ’র পাঁচ

- Advertisement -

আবহ দেখে মনে হচ্ছিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচটা এই টুর্নামেন্টেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইফতিখার আহমেদ পাকিস্তান থেকে উড়ে এসেছেন, কুমিল্লার হয়ে মাঠে নেমেছেন সুনিল নারিন আর আন্দ্রে রাসেল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভিক্টোরিয়ান্স ক্যাপ্টেন ইমরুল কায়েস। টসে হারা সাকিবদের নড়বড়ে শুরু, শেষটাও তাই। ১৯.১ ওভারে ১২১ রানে অল আউট ফরচুন বরিশাল।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বরশাল হারায় ওপেনার এনামুল হক বিজয়ের উইকেট। পরবর্তীতে রন আউট হয়ে ফিরেছেন ফজলে মাহমুদ রাব্বি। মাঝে তিনে নামা মাহমুদউল্লাহ রিয়াদ লড়াই করেছেন, তবে ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে করেছেন ৩৬ রান। ১২ বলে ৬ রান করে ফিরেছেন সাকিব আল হাসান। সাতে নামা করিম জানাতের ব্যাটে ২০ বলে ৩২ কেবল দলীয় সংগ্রহ ১০০ পেরুতেই সাহায্য করেছে।

নারিন ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। রাসেল ৪ ওভারে দিয়েছেন ৩০ রান; নিয়েছেন ইফতিখারের উইকেট। দিনের সেরা বোলার অবশ্য মুকিদুল ইসলাম মুগ্ধ। ৩.১ ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img