ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দৃষ্টিতে সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। সম্প্রতি ভারতের জনপ্রিয় এক ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই একাদশ বেছে নেন সাকিব। একাদশে স্থান পেয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, ভিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, লাসিথ মালিঙ্গাসহ আরো অনেক আইপিএল মাতানো তারকা ক্রিকেটার। তবে নিজের একাদশে নিজেকেই রাখেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ভারতীয় স্পোর্টস ওয়েবসাইট ‘স্পোর্টসকিড়া’ থেকে সাকিবকে বলা হয়েছিল, তাঁর দৃষ্টিতে আইপিএলের সর্বকালের সেরা একাদশ বাছাই করতে। জবাবে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, দু’জন অলরাউন্ডার ও তিনজন বিশেষজ্ঞ বোলারের সমন্বয়ে নিজের একাদশ বেছে নেন সাকিব। তবে আইপিএলে একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার বাছাই করার সুযোগ থাকলেও সাকিব নিজের একাদশে স্থান দিয়েছেন তিনজন বিদেশিকে।
সাকিবের একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ও সানরাইজার্স হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার। ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে সাকিব বেছে নিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক ভিরাট কোহলিকে। মিডল অর্ডারে স্থান পেয়েছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (যিনি একই সাথে একাদশের অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন) ও পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল।
লেট অর্ডারে সাকিব ভরসা রাখছেন দুজন অলরাউন্ডার রাজস্থান রয়েলসের বেন স্টোকস ও চেন্নাই সুপার কিংসের রবিন্দ্র জাদেজার ওপর। এরপর সাকিব বেছে নিয়েছেন তিনজন বিশেষজ্ঞ পেসার- শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, সানরাইজার্স হায়দ্রাবাদের ভুবনেশ্বর কুমার ও মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহকে।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশিবার আইপিএলে প্রতিনিধিত্ব করা ক্রিকেটার সাকিব। এখন পর্যন্ত ১৩ আসরের ৯টিতেই খেলেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দুটি আইপিএল শিরোপাজয়ী মৌসুমেই তাদের একাদশের নিয়মিত মুখ ছিলেন সাকিব। খেলেছেন দু’টি ফাইনালেও। কেকেআর ছাড়াও সাকিব সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও আইপিএলে অংশ নিয়েছেন। আইপিএলে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলে সাকিব ব্যাট হাতে করেছেন ৭৮৪ রান, বল হাতে নিয়েছেন ৬১ উইকেট।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের দ্বিতীয় ভাগে অংশগ্রহণ করতে এইমুহুর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব।
সাকিবের সর্বকালের সেরা আইপিএল একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, বেন স্টোকস, রবিন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ, ভুবেনেশ্বর কুমার।