২৭ জুলাই ২০২৪, শনিবার

সাকিবের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ ইনজুরি; সোহানের পর্যবেক্ষণ কাল

- Advertisement -

বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। অন্তত সপ্তাহখানেকের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া নিশ্চিত বিশ্বসেরা অলরাউন্ডারের।

রবিবার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিওবার্তায় জানান এইকথা।

“গত পরশু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেলার সময়ে সাকিবের বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা হয়, খেলাটা সে কোনরকমে শেষ করতে পারে। খেলা শেষ হওয়ার পর আমরা তাকে পরীক্ষা করি। তাতে তাঁর গ্রেড-১ হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়ে। যেহেতু গ্রেড-১ স্ট্রেইন তাই আগামী কিছুদিন তার খেলাধুলায় অংশগ্রহণে সমস্যা হতে পারে। তাই আমরা তাকে কিছুদিন মাঠ থেকে বিরত থাকতে বলেছি। কয়েক সপ্তাহ পর আমরা আবার তাঁর ইনজুরি পর্যবেক্ষণ করে দেখব।”

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী

এদিকে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও পেটের ব্যথায় তিনদিন বিশ্রামে ছিলেন; খেলেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দেবাশীষ জানিয়েছেন তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে কাল।

“সোহানের টেস্টিকুলার কন্ডিশনের জন্য ওকে আমরা তিনদিনের রেস্ট দেই। আগামীকাল ওর এক্সামিনেশন হবে। এরপর আমরা ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব।” 

এর আগে পিঠের ব্যথায় দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। বিসিবি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা দেশ থেকে সাকিবের কোন রিপ্লেসমেন্ট নেবে না।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img