অস্ট্রেলিয়া বোধের ১৭ দিন পেরিয়েছে, ফাফ ডু প্লেসি টুইট করে সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন বুধবার। অজিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতায় শুধু শুভেচ্ছাই জানাননি ফাফ, খোঁচা দিয়ে বলেছেন, ‘আশা করি এখন তুমি রেগে নেই।’
Hey @Sah75official, Congrats on beating Oz and being named the Man of the Series! Always a great Moment! Hope you are not angry anymore 😉
— Faf Du Plessis (@faf1307) August 26, 2021
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনি-মোহামেডান ম্যাচের সেদিনের উত্তাপ যে শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে গেছে পুরো বিশ্বেই তা তো ফাফের টুইট দেখেই বোঝা যায়। সাকিব সেদিন এতটাই রেগে গিয়েছিলেন যে, লাথি মেড়ে উড়িয়ে দিয়েছিলেন স্ট্যাম্পটাই। এতোটুকুতেই সেদিন থামেননি সাকিব; ম্যাচের এক পর্যায়ে এসে বোলিং প্রান্তের তিনটি স্ট্যাম্পই তুলে নিয়েছেন, শাসিয়েছেন আম্পায়ারকে। নিজের রাগকে নিয়ন্ত্রন করতে না পেরে হয়েছেন নিষিদ্ধও। সেই সাকিবই জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন দুর্দান্ত।
Thanks @Faf1307 , I'm pretty chilled now, both on and off the field. And, yes you are right, it was indeed a massive moment! 🙂 https://t.co/sWDZ3yWQYh
— Shakib Al Hasan (@Sah75official) August 26, 2021
অজিদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে টাইগাররা; সিরিজসেরা হয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ১১৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭টি উইকেট; শেষ ম্যাচে অজিদের ৬২ রানে অলআউট করে দেয়ায় মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। সেই ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে নিয়েছেন ১০০ উইকেট; হয়েছেন জুলাই মাসের আইসিসি সেরা। এত অর্জন যেই সিরিজে এসেছে, সেই সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ফাফ।
“অজিবোধ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার জন্য শুভেচ্ছা, সাকিব। এটা সবসময়ই বিশেষ এক ,মুহুর্ত। আশা করি, তুমি এখন রেগে নেই”- সাকিবকে নিয়ে টুইট করেছেন ফাফ
সাকিবও করেছেন রিপলাই; ফিরতি টুইটে সাকিব লিখেছেন, “ধন্যবাদ ফাফ। হ্যা, আমি এখন মাঠ এবং মাঠের বাইরে যথেষ্ঠ স্বাচ্ছন্দ্যে আছি। আর, তুমি ঠিকই বলেছ। সিরিজ জয় সত্যিই অনেক বড় একটা মুহূর্ত ছিল”