৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়: রুবেল

- Advertisement -

ব্যক্তিগত, রাজনৈতিক এমনকি ক্রিকেটে দুঃসময় যেন পিছু ছাড়ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। এ বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনে মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। রাজনীতির পট পরিবর্তনে ৭ মাসও টিকেনি সেই পদ। হয়েছেন হত্যা মামলার আসামীও। সবকিছু নিয়ে সাকিব যখন নিশ্চুপ তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রুবেল বলেন, রাজনীতিতে নয়, সাকিব মানানসই ক্রিকেটেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে রুবেল বলেন, “সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।” 

রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলছেন সাকিব। রাজনৈতিক ক্যারিয়ারের ৬/৭ মাসের বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকা সাকিব আসামী হয়েছেন এক হত্যা মামলার। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে আদাবর থানায় হত্যা মামলায় আসামী করা হয়েছে তাকে।

রুবেল বলেন, “বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু।” 

এবছর জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার নির্বাচনের প্রচারনায় শুরু থেকেই সাকিবের সাথে দেখা গিয়েছিল রুবেলসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে। সেই প্রসঙ্গকে সামনে রেখে রুবেলের পোস্টের সমালোচনা করেছেন অনেক মন্তব্যকারী। তাদের জবাবে ডানহাতি এই পেসার বলেন, “যতদিন ক্রিকেট খেলেছি জাতীয় দলে নিজের যোগ্যতা শো করে খেলেছি । কারো পা চেটে ক্রিকেট খেলিনি আর এটা রুবেলের ডিকশনারিতে নাই । আর সাকিবের যদি পা চাপতাম তাহলে তার ক্যাপ্টেন্সিতেই বাংলাদেশ দলে খেলতাম। সব সময় সত্য কথা বলি কে কি বলল তাতে কিছু যায় আসে না, সত্য আমি বলবই।” 

তবে শুধু রুবেলই না, ক্রিকেটার সাকিবকেই প্রাধান্য দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার শরীফুল ইসলামসহ খোদ বিবিবিও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img