বিশ্বকাপে একের পর এক হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ দল। স্বাভাবিকভাবেই টাইগারদের সমালোচনায় মুখর ক্রিকেটপ্রেমীরা। শনিবার নেদারল্যান্ডসের কাছে হারার পর, দর্শকদের সমালোচনা মেনে নিয়েছেন সাকিব আল হাসান। একদিন পর টাইগার অধিনায়কের সুরেই সুর মেলালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, “মানুষ এখন খারাপ বলবে, অবশ্যই বলবে। না বলার কোনো কারণ নেই। মানুষজন ক্রিকেটকে ভালোবাসে বলেই খারাপ খেললে কথা বলে। মানুষজন বোর্ডকে, কোচিং স্টাফকে ও প্লেয়ারদের বলবে। এটাই স্বাভাবিক, এটা নিয়ে আমরা একমত। এটা নিয়ে আমাদের কিছু বলা উচিত না”
তবে বাকি তিন ম্যাচে টাইগারদের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন পাপন। সেই সাথে এটিও মনে করিয়ে দেন যে, লিটন কুমার দাশ-নাজমুল হোসেন শান্তরা আহামরি কিছু করবে এটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে টাইগারদের উপর বিশ্বাস রাখছেন বিসিবি বস।
“আমি বিশ্বাস করি এখনো সম্ভব, ভালো ক্রিকেট খেলা। আমাদের ব্যাটিংটা ভালো হচ্ছে না। আমি তাদের এইটাই বলেছি। অবশ্যই তারা কামব্যাক করা উচিত। ওরা কি চায় বলুক, যখন যা লাগবে আমরা আছি”– বলছিলেন পাপন
বিশ্বকাপে বাংলাদেশের বাকি রয়েছে এখনো তিন ম্যাচ। এই তিন ম্যাচে টাইগারদের উপর কেউ ভরসা না রাখলেও বিসিবি তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন পাপন। দেখা যাক, সাকিব-লিটনরা পারেন কিনা আস্থার প্রতিদান দিতে।