২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

সাকিব-বাবরদের খেলা দেখতে মাঠে থাকবে না কোনো দর্শক!

- Advertisement -

দর্শক ছাড়াই বাংলাদেশের বিপক্ষে করাচি টেস্ট খেলবে পাকিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে চলমান নির্মাণকাজের কারণে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে থাকবে না কোন দর্শক। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে বলা হয়েছে, “দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিকল্প সবকিছু বিবেচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্বিতীয় টেস্টে স্টেডিয়ামে কোন দর্শক না থাকাই সবচেয়ে নিরাপদ”।

আগামী বছরের ফেব্রুয়ারী-মার্চে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই সবগুলো ভেন্যুতে সংস্কারের কাজ করছ দেশটির ক্রিকেট বোর্ড। তাই পিসিবিকে নিতে হয়েছে দর্শক ছাড়া ম্যাচ আয়োজনের কঠিন এই সিদ্ধান্ত। ফিরিয়ে দেওয়া হয়েছে বিক্রি হয়ে যাওয়া টিকিটের মূল্যও।

পিসিবি বলছে, “দর্শকদের সাময়িক অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। এই সিদ্ধান্তের কারণে তাৎক্ষনিকভাবে দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কিনে ফেলেছেন, তাদের স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত দেওয়া হবে”।

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে খেলোয়াড়দের প্রস্তুতি ব্যহত হওয়ায় পরিকল্পনার চেয়ে চার দিন আগেই লাহোরে পৌঁছেছে বাংলাদেশ দল। শুরু হয়েছে অনুশীলনও। আগামী ২১ আগস্ট প্রথম টেস্টের জন্য রাওয়ালপিন্ডিতে যাওয়ার আগে গাদ্দাফি স্টেডিয়ামে তিন দিন অনুশীলন করবে টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img