দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার মাঠে নামার পর মানুষ পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার কিশোরগঞ্জে নিজ বাসায় গণমাধ্যমকে তিনি বলেন, “কী বলার আছে। বলার তো কিছু নাই (সাকিবের নির্বাচন নিয়ে)। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে, মাশরাফির সঙ্গেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে প্রায় সবাই ভোট দেবে এরকম অবস্থা”
ক্রিকেট মাঠে বেশ সফল সাকিব। ভোটের মাঠেও নিজের জনপ্রিয়তাককে বিশ্বসেরা অলরাউন্ডার কাজে লাগিয়ে প্লাস পয়েন্টে থাকবেন এমনটাই মনে করেন পাপন।
তিনি বলেন, “সাকিবের তো একটা আলাদা প্লাস পয়েন্ট আছে আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে দলের ভোট, আরেকটা হচ্ছে নিউট্রাল ভোট। নিউট্রাল ভোটগুলো আমার ধারণা সাকিবের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। আর ওকে সামনাসামনি দেখতে পাওয়া…। আমার ধারণা যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে”
সাকিব এবার নির্বাচনের মাঠে প্রথম। এর আগেও নির্বাচন করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। দুজনই বিসিবি সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কে ভালো করবেন? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, “বলা মুশকিল। এটা বলা কঠিন। এটা এত সহজ না”