১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

সাকিব মেনে নিলেন সবই

- Advertisement -

এখন অব্দি এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ? সাকিব একমত। রিয়াদের আরও আগে খেলা উচিত? সাকিব একমত। বিশ্বকাপের আগে সাকিব-তামিম-বিসিবি ইস্যুতে যত যা-ই হয়েছে, এসব কি প্রভাব ফেলেছে দলে? সাকিব দ্বিমত পোষণ করলেন না এখানেও। এমনকি দর্শকদের বাজে মন্তব্য হতাশাজনক হলেও সাকিবের মতে এইমুহূর্তে এমনটাই ডিজার্ভ করে দল। সবই মেনে নিলেন, সাকিব শুধু এক জায়গাতেই দিলেন কিছুটা যুক্তি, বললেন কঠিন বাস্তবতার কথা।

“আমাদের দলটা এমন একটা দল, যাদের অনেক লিমিটেশন আছে। আপনি যদি ব্যাটিং বলেন, বোলিং বলেন… বিভিন্ন সময়ে বোলিং করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি না, বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি না, বিভিন্ন বোলারকে ফেস করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমাদের আসলে অনেককিছুর সাথেই মানিয়ে চলতে হয়। একারণেই ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আনতেই হয়”- প্রেস কনফারেন্সে সাকিব

নেদারল্যান্ডসের সাথে এমন বাজেভাবে হারের পর গণমাধ্যমের কঠিন সব প্রশ্ন সামলানোর দায়িত্বটা ক্যাপ্টেন তুলে নিয়েছিলেন নিজের কাঁধেই। এবার কোনো আশা নয়, বরং এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো ঠিক কতটা কঠিন সাকিব বলেছেন সেই কথা, “আমরা ধারাবাহিকভাবে খারাপ খেলছি। জানি না খেলোয়াড়দের মনের মধ্যে কি চলছে। এখন যেখানে আছি, সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। আজকের দিনটা যদি আমরা ভুলে যেতে পারি তাহলে খুবই ভালো হবে। যদিও তা কঠিন হবে”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img