অনেকদিন ধরেই রানে নেই সাকিব আল হাসান। ভক্ত-সমর্থক-সমালোচকদের মতো হয়তো চিন্তিত সাকিব আল হাসানও। তবে মোটেও চিন্তিত নন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জানিয়েছেন সাকিবের রান না পাওয়ার ব্যাপারে একেবারেই চিন্তিত নন তিনি।
অনেকদিন ধরেই সাকিব আল হাসানের ব্যাট ঠিকঠাক হাসছে না। সাকিব আল হাসান সেটা নিয়েও আছেন চিন্তায়। নেটে বেশি ঘাম ছড়ানো থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচেও বেশিক্ষণ ব্যাটিং করা- চেষ্টার কমতি রাখছেন না কোথাও। অনেক চেষ্টার পরও যেন কোনো কিছুতেই কিছু হচ্ছে না, বড় রানই করতে পারছেন না। তবে সাকিবের প্রতি ঠিকই আশাবাদী তামিম ইকবাল।
“আমি সবসময় আশাবাদী থাকি। সাকিবের উপরও আমার আশা রয়েছে। সাকিব যে লেভেলের খেলোয়াড় তাতে যেকোনো ম্যাচ বা পরিস্থিতিতে ব্যাটিং কিংবা বোলিংয়ে তিনি ঘুড়ে দাঁড়াতে পারেন। আমার তার উপর বিশ্বাস আছে, যত তাড়াতাড়ি সম্ভব তিনি রানে ফিরবেন।”
সাকিব আল হাসান দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার ব্যাটে-বলে জ্বলে ওঠা প্রতিপক্ষের জন্য হুমকিস্বরুপ। বাংলাদেশ হয়তো সেই প্রত্যাশাই করবে।