রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে বাকি সময়টা ভালোভাবেই কাটিয়ে দিয়েছিলেন সাদমান ইসলাম ও জাকির হাসান। তৃতীয় দিনেও দুই ওপেনারকে ঘিরে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে তৃতীয়দিনের শুরুটা ভালো হয়নি সফরকারীদের।
নাসিম শাহর বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জাকির। দুর্দান্তভাবে তার ক্যাচ নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পারেননি বড় ইনিংস খেলতে। ৪২ বলে ১৬ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন টাইগার অধিনায়ক। চার নম্বরে ক্রিজে আসা মুমিনুল হককে নিয়ে প্রতিরোধ গড়েছেন সাদমান।
উইকেটে আসার পর থেকে পাকিস্তানি বোলারদের সুযোগ দেননি মুমিনুল। খেলেছেন বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট। অন্যদিকে সাদমানও দিচ্ছেন ধৈর্যের পরীক্ষা। সালমান আলী আগা-শাহিন শাহ আফ্রিদির বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি। মধাহ্ন বিরতির আগে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফিফটি। দুই বছর পর টেস্টে ফিরেই অর্ধশতক করলেন তিনি। ইতিমধ্যে মুমিনুলকে নিয়ে ৮১* রানের জুটি গড়েছেন সাদমান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। ৫৩ রান করে অপরাজিত আছেন সাদমান। মুমিনুলের সংগ্রহ অপরাজিত ৪৫ রান।