বিশ্বকাপে সুযোগ পেয়েই কত সুন্দরভাবেই না কাজে লাগালেন অ্যাঞ্জেলো ম্যাথুস-লাহিরু কুমারা। তাদের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ১৫৬ রানে অলআউট করার পর ৮ উইকেট হাতে রেখেই সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাতেই টুর্নামেন্টের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখল কুশল মেন্ডিসরা।
ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩ রানের মধ্যে দুই উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ৫ বলে কুশল পেরেরা ৪ রান করে প্যাভিলিয়নে ফেরার পর অধিনায়ক কুশল মেন্ডিসও দ্রুত তাকে অনুসরণ করেন। এরপরে বাকিটা পথ সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে পাড়ি দেন পাথুম নিশাঙ্কা। মার্ক উড-ডেভিড উইলিদের কোনো সুযোগই দেননি তারা। ৮৩ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৭ রান করে অপরাজিত থাকেন নিশাঙ্কা। সাদিরার ব্যাট থেকে আসে অপরাজিত ৬৫ রান। এদিন ১২০.৩৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। তবে জনি বেয়ারস্টো-জো রুটরা পারেননি তাকে বড় সংগ্রহ এনে দিতে। লঙ্কানদের বিপক্ষে মাত্র ১৫৬ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
অথচ ওপেনিং জুটিতে ৪৫ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন মালান-বেয়ারস্টো। তবে এরপর ইংলিশদের পুরো ইনিংস জুড়ে শুধু হতাশার গল্প। লঙ্কান একাদশে ফিরে সুযোগ কাজে লাগিয়েছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাহিরু কুমারা। আরেক পেসার কাসুন রাজিথাও করেছেন দারুণ বল। তাদের পেসের সামনে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটারা।
তবে একাই চেষ্টা করেছিলেন বেন স্টোকস। ৭৩ বলে ৬ বাউন্ডারিতে ৪৩ রান করে কুমারার বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইংলিশ অলরাউন্ডার। এরপর আর কেউ পারেননি দলে হাল ধরতে। তাতেই ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।
শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট শিকার করেন লাহিরু কুমারা। দুটি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও কাসুন রাজিথা। একটি উইকেট শিকার করেছেন মাহিশ থিকসানা।