২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

সানরাইজার্সে রাদারফোর্ড; পাঞ্জাবে মার্করাম

- Advertisement -

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ। প্রতিটি দলের স্কোয়াডেই যোগ দিচ্ছেন নতুন কিছু খেলোয়াড়। তারই ধারাবাহিকতায় সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান শেরফেন রাদারফোর্ড; তবে রাদারফোর্ডকে দলে নেয়া হয়েছে জনি বেয়ারস্টোর বদলি হিসেবে। চলমান সিপিএলে দারুণ ফর্মে আছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

প্রথম পর্বে চেন্নাই এবং কলকাতার বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার কারণে টুর্নামেন্টটি মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলো বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর চেন্নাই  সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে আবার শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে ২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিশভ পান্থের দিল্লি ক্যাপিটালসের সাথে। ৭ ম্যাচে মাত্র ১টি জিতে পয়েন্ট তালিকার একদম তলানিতে অবস্থান করছে হায়দ্রাবাদ।

সংযুক্ত আরব আমিরাতে হতে চলা আইপিএলের অবশিষ্ট অংশে দেখা যাবেনা বেশকিছু ইংলিশ খেলোয়াড়কে। চোটের কারণে দলে নেই জফরা আর্চার, বেন স্টোকস সব ধরণের ক্রিকেট থেকেই নিজেকে নিয়েছেন সড়িয়ে। জস বাটলার সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মিস করবেন বাকি অংশের আইপিএল। ইংলিশ এই তিন তারকাই ছিলেন মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েলসে। সদ্য জনি বেয়ারস্টো, ডাওয়িড মালান এবং ক্রিস ওকস জানিয়েছেন আইপিএলের বাকি অংশে খেলছেননা তারাও। মালানের পরিবর্তে ইতোমধ্যেই এইডেন মার্করামকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img