২৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হারারেতে সাবধানি শুরু করেছে বাংলাদেশ। তামিম ইকবাল এবং লিটন দাশের ওপেনিং জুটি প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করেছে।
Zimbabwe are bowled out in 49.3 overs, but they've given Bangladesh a tough target to chase!
Regis Chakabva top-scored with 84, and Sikandar Raza and Ryan Burl added quick fifties lower down the order https://t.co/fXFSJzhzIl | #ZIMvBAN pic.twitter.com/e2DRHcOZMH
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 20, 2021
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করলেও বাংলাদেশের একজন বোলার কম থাকার সুযোগে ধিরে ধিরে চড়াও হয়ে খেলে জিম্বাবিয়ানরা। রেজিস চাকাভা, রায়ান বার্ল এবং সিকান্দার রাজার ফিফটিতে ২৯৮ রানের বড় পুঁজি পায় জিম্বাবুয়ে। ইনজুরি থেকে ফিরে মুস্তাফিজুর রহমান ৫৭ রানে ৩ উইকেট নেন।
বিশ্বকাপ সুপার লিগে ৩০ পয়েন্ট নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। আগের দুই ম্যাচে ব্যর্থ টপ অর্ডারের এই ম্যাচে জেতার জন্য জ্বলে ওঠা খুবই দরকার। বড় রানের টার্গেটে বাংলাদেশের ওপেনিং জুটি সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়ে শুরুর মন্থরতা পুষিয়ে নিতে পারলেই মঙ্গল।