৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

সাবাশ মিরাজ, প্যাভিলিয়নে কনওয়ে

- Advertisement -

দ্বিতীয় দিনের প্রথম বলেই ইবাদত হোসেনকে বাউন্ডারি মেরে নিজের তৃতীয় শতক পূরণ করেছেন ডেভন কনওয়ে। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা কিউই বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় দিনে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ফিল্ডিংয়ে প্যাভিলিয়নে ফেরার পূর্বে নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন দশ রান।

দিনের ষষ্ঠ ওভারের প্রথম বল করতে দৌড়চ্ছেন শরিফুল ইসলাম, ব্যাটিং প্রান্তে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকা টম লাথাম। ডেভন কনওয়ের অবিশ্বাস্য ফর্মের কারণে কেইন উইলিয়ামসন ফিরলে তিন নম্বরে ব্যাট করবে কে সেই আলোচনা তখন তুঙ্গে। এমন সময়ে লাথামের মস্তবড় ভুল; শরিফুলের প্রথম বলে কোনোরকমে কাভারে ঠেলে দিয়েই নিতে চাইলেন দ্রুত এক রান, আর তাতেই বিপত্তি। মিরাজের ডিরেক্ট থ্রোতে দাগের ভেতরে পৌঁছবার পূর্বেই উড়ে গেল স্ট্যাম্প, প্যাভিলিয়নে ডেভন কনওয়ে।

১০৯ রান করে কনওয়ে যখন ফিরছেন তখন নিজের শেষ ম্যাচে ব্যাট করতে নামছেন রস টেলর। বাংলাদেশের খেলোয়াড়েরা তাকে দিয়েছেন গার্ড অব অনার। এই প্রতিবেদন লেখার সময়ে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৩৭৫; ডাবল সেঞ্চুরির চেয়ে ৭ রান দূরে লাথাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img