২২ জানুয়ারি ২০২৫, বুধবার

‘সাবেক সতীর্থ’ থেকে এখন ‘সাবেক কোচ’: সুলশারকে নিয়ে রোনালদোর আবেগঘন টুইট

- Advertisement -

২০০৩ সালে যখন ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলতে নামলেন ১৮ বছরের রোনালদো, ‘বেবিফেইসড অ্যাসাসিন’ নামে পরিচিত ওলে গুনার সুলশার তখন মাঠ মাতানো স্ট্রাইকার। সুপার সাব হিসেবে নেমে গোল করে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে নিজেকে যিনি নিয়ে গেছেন কিংবদন্তীর আসনে। রোনালদোর দায়িত্ব ছিলো উইং থেকে তাঁকে বল যোগান দেওয়া।

রোনালদো ইউনাইটেড ছাড়েন ২০০৯ সালে, তারও অনেক আগেই অবশ্য ইউনাইটেড অধ্যায়ের ইতি টেনেছেন সুলশার। তবে ১২ বছর পর আবার যখন ইউনাইটেডে ফিরলেন সিআরসেভেন, তখন আবারো সুলশারকে তিনি পেলেন কোচ হিসেবে। এবার রোনালদোর কাজ হলো তাঁর নির্দেশনা অনুযায়ী মাঠে পারফর্ম করা!

সাবেক সতীর্থ ও বর্তমান কোচের চাকরি অনেকদিন থেকেই সুতোয় দোদুল্যমান ছিলো, রোনালদোর অবদানেই বারকয়েক চেয়ার রক্ষা করতে পারলেও শেষমেশ আর রক্ষা হলো না! ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দিয়েছে ওলে গুনার সুলশারকে।

ইউনাইটেড কোচ হিসেবে অম্লমধুর সময় কাটালেও খেলোয়াড়দের খুবই প্রিয় হয়ে গিয়েছিলেন ওলে। তাই তাঁর বিদায়ে সবাই দিয়েছেন আবেগঘন বার্তা। তবে রোনালদোর সাথে তো ওলের সম্পর্কটা আরো অনেক বেশি পুরনো তাই রোনালদোর বিদায়ী টুইটটা একটু আলাদা আবেগের অবতারণাই করেছে।

“সে আমার স্ট্রাইকার ছিলো যখন আমি প্রথম ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলাম, এবং আবারো ম্যান ইউনাইটেডে ফেরার পর সে আমার কোচ হয়েছে। তবে তারচেয়ে বড় কথা ওলে একজন অসাধারণ মানুষ। তার বাকি জীবনের জন্য আমি তাকে শুভকামনা জানাই। শুভবিদায় বন্ধু, তুমি এর সম্পূর্ণ হকদার”

এমন একটি টুইট লিখে ওলে কে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন রোনালদো।

ওলের অবর্তমানে ইউনাইটেডের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তাঁর ডেপুটি ও ইউনাইটেডের সাবেক আরেক কিংবদন্তী মাইকেল ক্যারিক, যিনি কিনা রোনালদোর আরো বেশি সময়ের সতীর্থ। তবে স্থায়ী কোচ খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। জিদান, লুইস এনরিকে, রোনাল্ড কোম্যানসহ অনেক নাম নিয়েই উঠছে গুঞ্জন।

ইউনাইটেড মঙ্গলবার ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামবে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img