কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলতে বাংলাদেশে এসেছেন মঈন আলী। এর আগেও দলটির হয়ে খেলে গেছেন ইংলিশ এ অলরাউন্ডার। কুমিল্লার হেড কোচ সালাহ উদ্দীনের অধীনেই খেলেছেন মঈন। তাই খুব কাছ থেকে দেশসেরা এ কোচকে দেখছেন তিনি। তবে সালাহ উদ্দীন বাংলাদেশের হেড কোচ নয়, এই বিষয়টি অবাক করেছে মঈনকে।
শনিবার গণমাধ্যমকে মঈন বলেন, “তিনি কেন বাংলাদেশের হেড কোচ নন, ব্যাপারটা আমাকে অবাক করে। জানি না তাকে কোচ করার চেষ্টা হয়েছে কি না। সে যা-ই হোক, তিনি আমার দেখা অন্যতম সেরা কোচ, সেরা ৫ কোচের একজন”
বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে অন্য ক্রিকেটাররাও যেকোনো সমস্যা সমাধানে ছুটে যান সালাহ উদ্দীনের কাছে। এটা এক প্রকার নিয়মিত ঘটনা। সালাহ উদ্দীনের হাত ধরেই তো উঠে এসেছে অসংখ্য তারকা ক্রিকেটার। তাকে বাংলাদেশের সেরা কোচ হিসেবে মনে করেন মঈন।
ইংলিশ অলরাউন্ডার বলেন, “আমি আপনাকে বলছি, সালাহ উদ্দীন আমার দেখা অন্যতম সেরা কোচ। তরুণদের জন্য সে দারুণ। আমার মতে, তিনি বাংলাদেশের সেরা কোচ”
চলমান বিপিএলেও কুমিল্লার হেডকোচ হিসেবে কাজ করছেন সালাহ উদ্দীন। তার অধীনে দারুণ করছে বর্তমান চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে এই মুহুর্তে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে কুমিল্লা।