১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

সালাহর জোড়া গোলে লিভারপুলের সহজ জয়

- Advertisement -

আন্তর্জাতিক বিরতির পর আবারও শুরু হয়েছে ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার এভারটনের বিপক্ষে মোহামেদ সালাহর জোড়া গোলে সহজ জয় পেয়েছে লিভারপুল।

ঘরের মাঠে শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহ-দিয়েগো জোতা-রুবেন দিয়াজদের করা আক্রমণগুলো এভারটনের ফাইনাল থার্ডে গিয়ে বারবার প্রতিহত হয়েছে। এছাড়াও এদিন অলরেড ফরোয়ার্ডরা ফিনিশিংটা করতে পারেননি ঠিকঠাক। প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হয় এভারটন। ৩৭ মিনিটে দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাশলি ইয়ং। গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। তবে কাঙ্ক্ষিত গোলটি পাওয়া হচ্ছিলো না অলরেডদের। ৭৫ মিনিটে ডেডলক ভাঙ্গেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। পেনাল্টি থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল জোতা-দিয়াজরা। ম্যাচের শেষমুহুর্ত পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। যোগ করা সময়ের ৭ মিনিটে আবারও সালাহ ম্যাজিক। ২-০ গোলের লিড পায় ইয়ুর্গেন ক্লপের দল।

পুরো ম্যাচে ৭৮ শতাংশ বল পজিশন ধরে রেখে খেলেছে লিভারপুল। এই সময়ে প্রতিপক্ষের পোস্ট বরাবর ২৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে সালাহরা। অন্যদিকে ৬টি শট নিয়ে মাত্র ১টি লক্ষ্যে রাখতে পেরেছিল এভারটন।

এই জয়ে ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্র করে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে আসলো লিভারপুল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img