২৭ জুলাই ২০২৪, শনিবার

সিঙ্গাপুরকে আট গোলের লজ্জা দিলো বাংলাদেশের মেয়েরা

- Advertisement -

সবশেষ ম্যাচে সিঙ্গাপুরের জালে তিন গোল দিয়েছিল তহুরা খাতুনরা। সোমবারও বাংলাদেশের জয় অনুমিত ছিল। তবে ঋতুপর্ণা চাকমারা এদিন সিঙ্গাপুরকে কয় গোল দেয় সেদিকে ছিল সমর্থকদের নজর। দর্শকদের হতাশ করেননি বাংলাদেশের মেয়েরা। একে একে আটটি গোল সিঙ্গাপুরের জালে দিয়েছে তহুরা-ঋতুপর্ণারা।

র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর কোনো লড়াই করতে পারেনি। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে ভুটানের জালে ৯ গোল দিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের ২৫ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৬ মিনিটে তহুরার প্রথম গোলের ১ মিনিট পর জালের দেখা পান ঋতুপর্ণা। ২৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান তহুরা। গত ম্যাচেও দুই গোল করেছিলেন বাংলাদেশের নাম্বার টেন। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি স্বাগতিকরা। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। পুরো ম্যাচজুড়ে বেশিরভাগ সময় খেলা হয়েছে সিঙ্গাপুরের অর্ধে। ৫৭ মিনিটে ব্যবধান ৪-০ করেন সানজিদা আক্তার। এরপর ঋতুপর্ণা পান নিজের দ্বিতীয় গোলের দেখা। ৬২ মিনিটে ৫-০ করেন বাংলাদেশের ১৭ নম্বর জার্সিধারী ঋতুপর্ণা।

গোল উৎসবে যোগ দিয়েছেন সাবিনা খাতুন, সুমাইয়া মাতসুসিমা ও শামসুন্নাহার। যথাক্রমে ৭৫, ৮৮ ও ৯০+২ মিনিটে জালের দেখা পান তারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img