জিম্বাবুয়ে সফরে টাইগারদের নিভৃতবাস মানে কোয়ারেন্টিন সাত দিন। এটা ছাড়াও বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বুধবার গনমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু সে উত্তরের মাঝে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের খবর নেই।
আইপিএল দ্বিতীয় দফায় শুরু হওয়ার খবর শুনা যাচ্ছে। সেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ফের যোগ দেয়ার অনুমতি পাবেন কিনা, সে বিষয়ে বোর্ডের সরাসরি কোন সিদ্ধান্ত এখনও নেই।
টাইগারদের জন্য কোচিং প্যানেলে নতুন বিদেশীদের সাক্ষাতকার, নিয়োগ প্রক্রিয়া কবে, কিভাবে হবে, সেই প্রশ্নেরও সঠিক জবাব নেই। দেখছি, আমাদের মত করে আমরা ঠকি করে নিচ্ছি, এগুলোই বোর্ডের বক্তব্য।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মঙ্গলবার সিদ্ধান্ত জানিয়েছে যে, আইসিসি ইভেন্টগুলো ওপেন বিডিং করে নয়, বোর্ড মেম্বারদের সিদ্ধান্তেই ঠিক হবে বৈশ্বিক টুর্নামেন্ট। কিন্তু বিসিবি প্রধান নির্বাহী ওপেন বিড করে আইসিসি ইভেন্ট ঠিক করবে বলে তথ্য দিয়েছেন ।
গণমাধ্যমের মুখোমুখি হওয়ার আগে সঠিক তথ্য জানা, সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহন, এগুলো বিশ্বের বেশীরভাগ পেশাদারি ক্রিকেট বোর্ডগুলো মেনে চলে । ব্যতিক্রম কেবল বাংলাদেশ।