বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা ৫ হারে সেই স্বপ্ন এখন ধুলিসাৎ। স্বাভাবিকভাবেই সাকিব আল হাসানের দলের সমালোচনা করছেন সমর্থক ও ক্রিকেট বিশ্লেষকরা। তবে ভারতের জনপ্রিয় হার্শা ভোগলে সিনিয়র ক্রিকেটাররা ছাড়া বাংলাদেশে তেমন বিশ্বমানের ক্রিকেটার গড়ে উঠেনি বলে মনে করেন।
তিনি বলেন, “বাংলাদেশ নিজেদেরকে কিছু কঠিন প্রশ্ন করতে হবে। এখন থেকে কয়েক বছর পরে যেগুলো তাদের প্রয়োজন হতে পারে। বাংলাদেশের ভক্তরা, সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পরে কতজন প্রকৃত বিশ্বমানের খেলোয়াড় উঠে এসেছে, আপনাদের মতে?”
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া কারো সাথে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ। একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া ধারাবাহিক ছিলেন না আর কেউ। যেই লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়দের উপরে টাইগার সমর্থকদের ভরসা ছিল। তারা কেউ পারেননি ভরসার প্রতিদান দিতে। তাই হার্শা ভোগলের সাথে দ্বিমত করার সুযোগ খুবই কম, নেই বললেও ভূল হবে না।