৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

সিরাজের ভাই ভিরাট…

- Advertisement -

আচমকাই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো ভিরাট কোহলিকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। বিসিসিআইয়ের সাথে ভিরাটের সম্পর্কের টানাপোড়ন চলতেই পারে, কিন্তু অধিনায়ক হিসেবে তিনি যে সতীর্থ খেলোয়াড়দের চোখের মণি হয়েই ছিলেন তার প্রমাণ মিলেছে তাঁকে দেয়া বিদায়ী বার্তায়। তবে সব ছাপিয়ে সাবেক এই টেস্ট অধিনায়কের জন্য সতীর্থ পেস বোলার মোহাম্মদ সিরাজের আবেগঘন বার্তা ছুঁয়ে গেছে সবার হৃদয়। মাঠের খেলায় বড় ভাইয়ের মতো সিরাজকে আগলে রাখার দিনগুলোরই স্মৃতিরোমন্থন করেছেন তিনি, জানিয়েছেন সবকিছুর জন্য ধন্যবাদ।

“আমার প্রিয় সুপারহিরো, আপনার কাছ থেকে আমি যে পরিমাণ সাপোর্ট এবং উৎসাহ পেয়েছি সেই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। আপনি সবসময়ই বড় ভাইয়ের মতো আমার পাশে ছিলেন”- নিজের ইন্সটাগ্রাম আইডিতে লিখেছেন সিরাজ 

 

ছবি: ইন্সটাগ্রাম

টেস্টে ভারতকে রেকর্ড সংখ্যক জয় নেয়ে দিয়েছেন এই সাবেক অধিনায়ক। তবে প্রকৃত সফল অধিনায়ক তো সেই হয়; যে কিনা দলের সবার জন্য ভাবে, তাঁদের খারাপ সময়ে কাঁধে হাত রেখে প্রতিনিয়ত ভরসা জুগিয়েও যেতে পারে। সিরাজের কাছে ভিরাট যে ঠিক এমনই এক অধিনায়ক ছিলেন। হোক সেটা জাতীয় দল কিংবা আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তাঁর নেতৃত্বে খেলার সময়! তাই তো ‘কিং কোহলির’ প্রতি এই পেসারের এমন কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে, “ধন্যবাদ, এতগুলো বছর আমার উপর বিশ্বাস রাখার জন্য। ধন্যবাদ, আমার খারাপ সময়েও আমার মধ্যে থেকে ভালো কিছু খুঁজে বের করার জন্য।” 

 

আইপিএলেও সিরাজ খেলছেন ভিরাটের নেতৃত্বে

তাই তো জাতীয় দল এবং আইপিএলে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরও আজীবন ভিরাট কোহলিকেই নিজের দলনেতা হিসেবে মানতে চান মোহাম্মদ সিরাজ, “আপনি আমার কাছে সবসময়ই আমার ক্যাপ্টেন কিং কোহলি হয়েই থাকবেন”    

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img