তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচের আগে ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন, লকি ফার্গুসনের দলকে হারিয়ে সিরিজে সমতা ফেরাতে পারবে তো বাংলাদেশ?
তৃতীয় ওয়ানডেতে জিততে মরিয়া তাওহীদ হৃদয়-শেখ মাহেদীরাও। এ ম্যাচের আগে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তবে তামিম ইকবাল-লিটন কুমার দাশরা বিশ্রামে যাওয়ায় কিউইদের বিপক্ষে টাইগারদের জন্য জেতা সহজ হবে না।
বিশেষ করে মিরপুরের পিচে ইশ সোধি-রাচীন রবীন্দ্রদের স্পিন সামাল দেওয়া হৃদয়-মাহেদীদের জন্য বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় ওয়ানডেতে একাই ৬ উইকেট নিয়ে টাইগার ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দিয়েছিলেন সোধি। তৃতীয় ম্যাচেও শান্ত-মুশফিকদের হুমকির কারণ হতে পারেন এ স্পিনার।

২০১০ সালের পর ঘরের মাটিতে প্রথমবার ওয়ানডেতে কিউইদের কাছে হেরেছে বাংলাদেশ। এর আগে টানা সাত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা। তবে সবমিলিয়ে দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে কিউইরাই। ৩৯ ম্যাচে নিউজিল্যান্ডের ২৮ জয়ের বিপরীতে বাংলাদেশের ১০টি। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বাংলাদেশ বরাবর ঘরের মাটিতে ভালো দল। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। এশিয়া কাপে আশানুরুপ ফল করতে পারেনি। যদিও শেষ ম্যাচে ভারতকে হারিয়ে আসা হৃদয়-মাহেদীদের কাছে এই সিরিজে দারুণ কিছু আশা করেছিল সমর্থকরা। তবে হতাশ করেছেন তারা।
তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে টাইগারদের বড় দুশ্চিন্তার নাম ব্যাটারদের বাজে ফর্ম। বিশেষ করে টপঅর্ডারে বড় ইনিংস খেলতে পারছে না কেউ। সবমিলিয়ে কিউইদের বিপক্ষে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ।