২৭ জুলাই ২০২৪, শনিবার

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিত ৩ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। লঙ্কানদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার। অন্যদিকে বাংলাদেশের জেতার কোনো বিকল্প নেই। এমন সমীকরণ মাথায় রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ।

গত ম্যাচের একাদশ নিয়েই মাঠ নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরও মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে প্রায় ম্যাচ জিতিয়েছিলেন। কিন্তু শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। আকিলা ধনাঞ্জয়ার পরিবর্তে সুযোগ পেয়েছেন দিলশান মাদুশঙ্কা।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img