১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

সিরিজ জয়ের আশায় নিউজিল্যান্ড

- Advertisement -

প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয়, আত্মবিশ্বাস ফিরেছে কিউই শিবিরে। বুধবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। তার আগে ভিডিও সাক্ষাতকারে সফররতদের ব্যাটসম্যান হেনরি নিকোলস জানিয়েছেন, কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।

সোমবার নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই দলই ছিল বিশ্রামে। নিকোলসের ভাবনা, জয়টাই আত্মবিশ্বাস জোগাবে তাদের। সিরিজ জয়ের ব্যাপারে এখনও আশাবাদী এই কিউই ব্যাটসম্যান। কন্ডিশন নিয়ে তার তেমন কোনো অজুহাত নেই। জানিয়েছেন এমন কন্ডিশনে খেলতে হবে সেটা তারা আগেই জানতেন।

“আমরা জিততে চেষ্টা করবো যাতে সিরিজ জয়ের সম্ভাবনা টিকে থাকে। কন্ডিশন কঠিন তবে আমরা জানতাম এমন কন্ডিশনেই আমাদের খেলতে হবে। বাংলাদেশে খেলাটা অন্যরকম।  এখানে রান হয় ১২০ থেকে ১৩০; নিউজিল্যান্ডের রান হয় ১৮০”–ভিডিও সাক্ষাতকারে নিকোলস

নিউজিল্যান্ডের এই দলটা দ্বিতীয় সারির। গোটা তিনেক ক্রিকেটারের অভিষেক হয়েছে চলতি সিরিজে। সেই হিসেবে নিকোলস বেশ অভিজ্ঞ। বলেছেন, তার অভিজ্ঞতা থেকে যতোটা সম্ভব তরুণদের সাহায্য করছেন তিনি।

“অনেক তরুণ দলে আছে। তারা প্রথমবারের মতো নিউজিল্যান্ডের হয়ে সফর করছে। তাদের সাথে অভিজ্ঞতা শেয়ারের চেষ্টা করছি। আমি এটা উপভোগ করছি। আমাদের জন্য ভালো যে অনেকেই পারফর্ম করছে।  আমরা দেখেছি অস্ট্রেলিয়ার  সমস্যাগুলো হয়েছে।  বাংলাদেশের কন্ডিশন আলাদা। আমরা শিখছি”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img