১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

‘সিলেটের কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে’

- Advertisement -

উপমহাদেশের উইকেট মানেই স্পিনারদের আধিপত্য। বাংলাদেশেও এর বিকল্প নয়। যদিও সাম্প্রতিক সময়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক হতে দেখা গেছে। তবে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন সিলেটের পিচে স্পিনাররা বড় ভুমিকা পালন করবে।

সাকিব আল হাসানকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে পাচ্ছে না বাংলাদেশ। তার পরিবর্তে বাঁহাতি স্পিনার হিসেবে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন হাসান মুরাদ। এছাড়াও টেস্টের নিয়মিত বোলার তাইজুল ইসলামের উপর ভরসা রাখছেন টাইগার প্রধান কোচ।

রবিবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, “তাইজুল মিরাজ অনেক অভিজ্ঞ। তাইজুলের সম্ভবত ২০০টা টেস্ট উইকেট আছে। অবশ্যই সে লিড করবে, সাথে মিরাজ আছে। তরুণ মুরাদ, নাঈম হাসান আছে। আমি মনে করি, এই কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে”

সিলেটের উইকেটে স্পিনারদের বড় ভূমিকা থাকবে মনে করেন হাথুরুসিংহে

অনেকদিন পর নাঈম হাসান জাতীয় দলে ফিরেছেন। এনসিএল-বিসিএলে দারুণ পারফর্ম্যান্সের কারণেই তাকে আবারও নির্বাচকরা ফিরিয়েছেন। তরুণ এই স্পিনারকে নিজের মতো করেই বোলিংটা করে যেতে পরামর্শ দিয়েছেন হাথুরুসিংহে।

টাইগার প্রধান কোচ বলেন, “শেষ দুই বছর ধরে সে এনসিএলের লিডিং উইকেট টেকার। তার প্রতি আমার মেসেজ থাকবে, তুমি তুমিই থাকো। কোনো এক্স, ওয়াই ফ্যাক্টর হওয়ার দরকার নেই। এনসিএল-বিসিএলে সে যা করেছে, নির্বাচকরা দেখেছে। সে কারণেই সে দলে আছে”

আগামী ২৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img