১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

সিলেটে ‘অলরাউন্ডার’ হাথুরুসিংহে!

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, তাঁর মূল কাজ শুরু হবে বিশ্বকাপের পর। আগের আট মাস সেভাবে কিছুই করতে পারেননি। টুর্নামেন্টে ভরাডুবির পর বাংলাদেশ দলের সাথে হাথুরুর প্রথম অ্যাসাইনমেন্ট সিলেটে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট। সেই টেস্টের শুক্রবার টাইগারদের অনুশীলন পর্বে দেখা গেল সিরিয়াস হাথুরুসিংহেকে!

হাসান-সাকিবদের অনুশীলনে খেয়াল রাখছেন হাথুরুসিংহে

এর আগেও মজার ছলে মাঝে মাঝেই নেটে বোলিং করেছেন, তবে এবারের গল্পটা ভিন্ন। স্পিনারদের বোঝাতে আর ব্যাটারের ভুল ধরিয়ে দিতে নিজেই হাতে বল তুলে নিয়েছেন। খেলোয়াড়ি জীবনে মিডিয়াম পেসার হাথুরু, ৫৬ বছরে এসেও যে স্পিন ভালোই করেন, অন্ততপক্ষে তাঁর বোলিংয়ের সময়ে তাইজুল-নাঈমদের অভিব্যক্তি দেখেই সেটা বোঝা গেছে।

ব্যাটারের সমস্যা কোথায় সেটা বুঝিয়ে দিতেই নেটের সাইডে ডেকে নিয়েছেন। এমনকি স্বয়ং কোচই নিজ হাতে ব্যাটটাও তুলে নিয়েছেন। খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন কোন শট কিভাবে খেলা যেত, কেমন হতে পারতো পায়ের মুভমেন্ট!

বোলারদের পাশাপাশি ব্যাটারদের ভুলও ধরিয়ে দিয়েছেন হাথুরু

এরপর আবার ফিরেছেন বোলিংয়ে। তাইজুল-নাঈমদের দেখিয়েছেন বুড়ো বয়সের ভেলকি। হাথুরুর বোলিংয়ে মুগ্ধ হয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও!

বিশ্বকাপে ভরাডুবির পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টাইগাররা। সবাই সচেতন, অনেক বেশি সিরিয়াস। যেকোনো মূল্যে জয়ের ধারায় ফিরতে চায় দলটা, সাফল্য চান হাথুরুও। ব্যাটার-স্পিনার কিংবা পেসার, ফিল্ডার, দফায় দফায় সেকারণেই কি না, তিনিই ক্লাস নিচ্ছেন সবার!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img